চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের যেসব স্থানে রবিবার বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২১ | ৯:০৬ অপরাহ্ণ

রবিবার (২৮ নভেম্বর) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রামের পাহাড়তলী, কালুরঘাট ও পটিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম পাহাড়তলী, কালুরঘাট ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২৮ নভেম্বর ২০২১ (রবিবার)
সকাল ৬টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলী এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০১ (আংশিক) এবং এইচ-১২ (আংশিক) এর আওতায় দক্ষিণ কাট্টলী সাব-স্টেশন, কালী বাড়ি, এমপি সাহেবের বাড়ী, ধোপা পাড়া, ফইল্যাতলী, গলিচিপা পাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট ১৫ (আংশিক) এর আওতায় বাস টার্মিনাল, এজাজ হাউজিং সোসাইটি, সত্তার হাউজিং সোসাইটি এলাকাসমূহ।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ পটিয়া শিকলবাহা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট