চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে হেলে পড়া ৩ ভবনে ফাটল পায়নি বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১ | ৬:৫৯ অপরাহ্ণ

নগরীতে ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবন সরেজমিনে পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষজ্ঞ দল। আজ শনিবার (২৭ নভেম্বর) পরিদর্শক দল ভবনগুলো পরিদর্শন করে।

এ বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, ‘শুক্রবার ভূমিকম্পের পরে তিনটি ভবন হেলে পড়েছে বলে আমরা খবর পেয়েছি। এর মধ্যে একটি ভবন কয়েক বছর আগেই হেলে পড়েছিল। আমাদের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে ভবনগুলো পরিদর্শন করেছে। তারা ভবনগুলোর দেয়ালে কোনও ফাটল দেখেননি।’

তিনি আরও বলেন, ‘হেলে পড়া ভবনগুলো ঝুঁকিপূর্ণ কি-না সেটি নিশ্চিত হতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে ভবন মালিককে চিঠি দিয়েছি। তাদেরকে সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে স্বীকৃত বিশেষজ্ঞ দিয়ে ঝুঁকিপূর্ণ কি-না সেটি তদন্ত করে আমাদের জানাবেন। যদি তারা সেটি না করে তাহলে সাত দিন পর আমরা ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেগুলো অপসারণের জন্য সিটি করপোরেশনকে চিঠি দেবো।’

উল্লেখ্য, শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে নগরীর হেলে পড়া ভবনগুলো হলো- চকবাজার থানাধীন উর্দু গলির চার তলা রহমান ভিলা, বহদ্দারহাট খাজা রোড়ের সাবানঘাটা এলাকায় চার তলা একটি ভবন এবং হালিশহর পুলিশ লাইন্সের পশ্চিমে খাল পাড়ের নিউ এল ব্লকে আরেকটি ভবন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট