চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘কুসুমপুরাকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে’

বিজ্ঞপ্তি

২৬ নভেম্বর, ২০২১ | ৮:১২ অপরাহ্ণ

আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে আগামীতে কুসুমপুরা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামের মানুষের সকল ধরনের সেবা নিশ্চিত করতে আমি সবসময় প্রস্তুত । বর্তমান সরকারের সময়ে পটিয়াসহ সারাদেশে দৃশ্যমান উন্নয়ন কাজ হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার কুসুমপুরার প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ হয়েছে। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবন, সুপেয় পানির ব্যবস্থাসহ মানুষের সকল ধরনের সমস্যা ও সুবিধা আগামীতে নিশ্চিত করা হবে। 

হরিণখাইন এলাকার সমাজসেবক হাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ব্যবসায়ী সোলেমান বাদশা, আবদুর রাজ্জাক, নদার্ন ইনপ্স্যুরেন্সের ভিপি রায়হান ফেরদৌস মধু, আবু তাহের মেম্বার, রবিউল হোসেন বাদশা, ছৈয়দ মো. হাজী, আহমদুল হক, আজিজুল হক সওদাগর, ব্যাংকার নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম সওদাগর, নুরুল ইসলাম কোম্পানী, পুরস্কৃত সমাজকর্মী মো. শওকত মেম্বার, সাবেক ইউপি মেম্বার জাহেদুল হক, হারুন সওদাগর, আবু জাফর বাবুল, আরিফ, বেলাল, মো. দেলোয়ার, মীর আবছার, এনামুল হক, মো. ইদ্রিস, আবদুল হক, লোকমান, আলী আকবর, আলী আজগর, শফর আলী, সামশুল হক, নুরুল ইসলাম, আবু বক্কর, নুরুল আমিন ফখরুল, আকতার নুর, মো. রাসেল, মুন্না, মিনহাজ, আসিফ, নুর মো. জসিম।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট