চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী আলমগীর-জাহাঙ্গীর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী হত‌্যা চাঁদাবা‌জি ও ডাকা‌তিসহ ডজন খা‌নেক মামলার আসামি আলমগীর সিকদার (৪০) ও তার ভাই সন্ত্রাসী জাহাঙ্গীর সিকদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকা থেকে স্থানীয়‌দের সহায়তায় আটটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ব‌লে পু‌লিশ জানায়।

স্থানীয় সুত্রে জানা যায়, ‘সম্প্রতি এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে এলাকা ছাড়া ছিল গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা। ইউপি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে বৃহস্পতিবার সন্ধ‌্যার পর দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকায় এসে অস্ত্রসহ টহল দিচ্ছিল তারা। আলমগীর ও জাহাঙ্গী‌রের আরেক ভাই পলাতক আসামি আবদুস সালাম সিকদার ও তার স্ত্রী ইউপি নির্বাচ‌নে মেম্বার প‌দে প্রতিদ্বন্ধীতা কর‌ছেন। নির্বাচন‌কে ঘি‌রে তার ভাই সন্ত্রাসী আলমগীর, জাহাঙ্গীর, মান্না, হাবিব, সাকিব, ফোরকান মহড়া দি‌চ্ছি‌লেন। এসময় স্থানীয়দের তারা নানা ভয়ভীতি দেখাচ্ছিল। পরে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে রাখে। স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ হয়।’

‘খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের সাথে তাদের বেশ ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকীরা পালিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী আলমগীর সিকদারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি মাদকসহ ডজেনখানেক মামলা রয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধেও ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরসহ একাধিক মামলা রয়েছে। বাকীদের ধরতে রাত ১০টার দিকে তিনি এখনো অভিযানে রয়েছেন বলে জানান।’

পূর্বকোণ/জিগার/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট