চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীর ছনুয়ায় ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট,আটক ১

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৮ জুলাই, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে গত সোমবার রাতে ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য রবিউল আলম (৩০) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বাঁশখালী থানার এস.আই আব্দুল কুদ্দুস মামলাটি তদন্ত করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীদের সাথে বাঁশখালীর ছনুয়ায় ইয়াবা সিন্ডিকেট রয়েছে। প্রতি সদস্য ৩ লক্ষ টাকা পুঁজি দিয়ে গোপনে ১৫ সদস্যের সিন্ডিকেট গঠন করেছে বলে অভিযোগ ওঠেছে। সিন্ডিকেটের প্রধান হিসাবে মো. ইউনুস ও শফি নামের দুই ব্যক্তি দায়িত্ব পালন করে যাচ্ছে। গত কয়েক মাস ধরে মধুখালী ও গাউছিয়া মার্কেটে ব্যবসায়ী ও সেবনকারীদের আস্তানা গড়ে ওঠে। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের অত্যাচারে যুব সমাজ বিপদগামীর পাশাপাশি এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গত সোমবার রাত ১১টার দিকে বর্তমান ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে ২নং ওয়ার্ডের মধুখালী এলাকায় মোস্তাক আহমদের ছেলে রবিউল আলম ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য সড়কপথে অপেক্ষা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকার ৫/৬ জন যুবক রবিউলকে ধাওয়া করে। ইয়াবা ব্যবসায়ী রবিউল অধিকাংশ ইয়াবা ট্যাবলেট পানিতে ফেলে দিলেও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনতার হাতে আটক হয়। পরে গ্রাম পুলিশ কামাল উদ্দিন, আব্দুল আজিজ ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম থানা পুলিশকে খবর দেয়। বাঁশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থল হতে ইয়াবা ব্যবসায়ী রবিউলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, মানব পাচারকারী মো. শফি ও সিন্ডিকেট প্রধান বিভিন্ন মামলার পলাতক আসামি মো. ইউনুস ইয়াবা ট্যাবলেট ব্যবসায় জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগও করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট