চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা পালিত

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি

১৮ জুলাই, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সামাজিক ধর্মীয় অনুষ্ঠান। খাগড়াছড়ি ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারসহ সকল বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে আষাঢ়ী পূর্ণিমা পালিত হয়েছে। গত মঙ্গলবার ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার দায়ক দায়িকাবৃন্দ সমাগম হয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। এ সময় ধর্মীয় পতাকায় উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিখারা দান, সংঘ দান, ভিক্ষু সংঘের পি-দান, চীবর দান, ধর্ম দেশনা সভাসহ হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বিভিন্ন দানীয় বস্তু দানসহ দেশের সকল জাতির মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় অনুষ্ঠানে দায়ক দায়িকাদের উদেশ্য ধর্ম দেশনা প্রদান করেন য়ংড বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ।
আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের তাৎপর্যপূর্ণ ও পবিত্রময় দিন। পূর্ণিমা দিন থেকে শুরু করে তিন মাস বর্ষাবাস পালন করবে ভিক্ষু এবং সাধারণ দায়ক ও দায়িকারা। তিন মাস ভিক্ষুরা ধর্মশিক্ষা অনুশীলন করবে। সাধারণ দায়ক দায়িকারা ধ্যান সাধনাসহ পঞ্চশীল ও অষ্টশীল পালন করবে। ভিক্ষুরা বর্ষাবাস তিন মাস অন্য বিহারে কাজের গেলেও নিজ বিহারে এসে রাত্রিযাপন করেন। এ বর্ষাবাস অনুসারে বৌদ্ধ ভিক্ষুদের সিনিয়র জুনিয়র হিসেব করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট