সীতাকু-ে ছাদ থেকে পড়ে এক জুট মিলস শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বারআউলিয়ায় হাফিজ জুট মিলস কলোনীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. নুরুল আমিন (৩৫)। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। আমিন হাফিজ জুট মিলসের ওয়াকশপ বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে বারআউলিয়া হাফিজ জুট মিলস কলোনীর বাসিন্দা শ্রমিক নুরুল আমিন নিজ বাসার ছাদে হেঁটে মোবাইলে কথা বলছিলেন। এসময় অসতর্কতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। হাফিজ জুট মিলস সিবিএ সাধারণ সম্পাদক
মাহবুব আলম বলেন, আমিন ছাদে মোবাইলে কথা বলতে বলতে পড়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ গ্রামের বাড়ি নোয়াখালী নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সীতাকু- থানার ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, শ্রমিকের মৃত্যুর কথা কেউ থানাকে জানাননি। তাই তারা বিষয়টি অবগত নন।