চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাল দৃষ্টির ১৯তম বিতর্ককর্মশালার উদ্বোধন

১ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক কর্মশালার ১৯তম আয়োজন আগামীকাল ২ মে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হতে যাচ্ছে। সকাল সাড়ে ৯টায় কর্মশালা উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। ৩ মে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন প্রাক্তন বিতার্কিক ও উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন বিতার্কিক মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল ও সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। ২ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন বিতার্কিক ও ব্যাংকার সাইফ চৌধুরী, আবৃশিল্পী ও প্রাক্তন বিতার্কিক মিলি চৌধুরী, প্রাক্তন বিতার্কিক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল হাসান পাপন, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাবের শাহ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রাক্তন বিতার্কিক সাইফুদ্দিন মুন্না ও প্রাক্তন বিতার্কিক রিদোয়ান আলম আদনান। কর্মশালায় চট্টগ্রাম মহানগর ও জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট