চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফেয়ারের অটিজম ওয়ার্কশপ অনুষ্ঠিত

১ মে, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

অটিজম সচেতনতা মাস উপলক্ষে ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন (ফেয়ার) ও স্পেকট্রা স্কুল অফ অটিজমের দিনব্যাপি অটিজম বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর খুলশী ফেয়ার স্কুল অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মু. মাহাবুবুল হক খানের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. সাইদুল আরিফ, অটিজম বিশেষজ্ঞ ও এন ডিডি সুরক্ষা ট্রাস্টের মেম্বার ডা. ফাহমিদা ইসলাম চোধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে সকলকে এই বিশেষায়িত ক্ষেত্রে যথাযথ জ্ঞান আহরণ করে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠিত ওয়ার্কশপে চট্টগ্রামের অটিজম স্কুল ও অন্যান্য স্কুল হতে অর্ধ-শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ রেহানা রিফাত চৌধুরী ও কো-অর্ডিনেটর নাছিমা রহমান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট