চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চীনে শিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমাতে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২১ | ৫:৫১ অপরাহ্ণ

শিক্ষার্থীদের হোমওয়ার্ক আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রাইভেট টিউশন পড়ার মতো ‘দ্বৈত চাপ’ বন্ধে চীনে নতুন শিক্ষা আইন পাস হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক কর্মকর্তা শনিবার এ তথ্যও জানিয়েছে। 

এরই ধারাবাহিকতায় নতুন এই আইন পাস হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সোমবার চীনার পার্লামেন্টে বলা হয়েছিল, যদি বাচ্চারা ‘খুব খারাপ আচরণ’ করে অথবা অপরাধে জড়িয়ে পড়ে তাহলে বাবা-মাকে শাস্তি দেওয়ার আইন প্রণয়নের কথা বিবেচনা করা হচ্ছে।

নতুন আইনে বলা হয়েছে, স্থানীয় সরকার ‘দ্বৈত চাপ’ কমানোর বিষয়টি নিশ্চিত করবে।  এই চাপ কমানোর পাশাপাশি বাবা-মা শিশুদের  পর্যাপ্ত বিশ্রাম ও ব্যয়ামের সুযোগ তৈরি করে দেবে। একই সঙ্গে শিশুদের ইন্টারনেট আসক্তি কমানোর বিষয়টিও পর্যবেক্ষণ করা হবে। 

সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় শিশুকিশোরদের অনলাইনে গেম খেলার জন্য সময়সীমা নির্ধারণ করে  দিয়েছে। শিশুকিশোররা শুক্র, শনি এবং রবিবার, সপ্তাহে তিনদিন এক ঘণ্টা করে অনলাইনে গেম খেলতে পারবে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট