চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ০.৬৫%

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। একই সময়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ৬৫ শতাংশ। শনিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত আটজন চট্টগ্রাম নগরের এবং দুজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল দশমিক ২৬ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট