চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

‌‘‌‌‌আইন না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে মানার সংস্কৃতি গড়তে হবে’

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ

জাতীয় নিরাপদ সড়ক দিবসের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রামে ফুটপাত আছে, কিন্তু ফুটপাতগুলো বেদখলে। ফুটওভার ব্রিজ আছে, কিন্তু সেগুলো ব্যবহার অনুপযোগী। এভাবেই নাগরিক সুবিধাগুলো হরণ হচ্ছে দিনের পর দিন। এসব নিয়ে সেবা সংস্থাগুলোর কোনো মাথা ব্যথা নেই। ফলে দিনের পর দিন মানুষকে অবর্ণণীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নগরটা অভিভাবকহীন। আমরা চাই, সেবা সংস্থাগুলো আন্তরিক হয়ে সমস্যার সমাধান করবে। নির্মাণ করবে ফুটপাত। দখলমুক্ত করবে বিদ্যমান ফুটপাত। ব্যবহার উপযোগী করা হবে ফুটওভারব্রিজ।

বক্তারা আরও বলেন, নগরের অধিকাংশ সড়ক খানাখন্দে ভরপুর। সড়কগুলো এখন মড়কে পরিণত হয়েছে। শিশু, রোগী ও বয়োবৃদ্ধের চলাচলে নাভিশ্বাস ওঠে। অবিলম্বে সড়কগুলো মেরামত করা জরুরি।

শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই নগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডায়মন্ড সিমেন্ট’র পরিচালক লায়ন মো. হাকিম আলী, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন, নিরাপদ সড়ক চাই নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান এরশাদ, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, মো. মোস্তফা কামাল লিটন, সনত তালুকদার, শহীদুল ইসলাম, রেজাউল করিম রিটন, লায়ন মোহাম্মদ ইব্রাহীম, লায়ন মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট