চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চমেক হাসপাতালে ওয়ার্ল্ড থ্রোম্বসিস দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ

হার্ট এটাক ও স্টোকের প্রধান কারণ অস্বাভাবিক রক্ত জমাট প্রক্রিয়া বা থ্রোম্বসিসে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করা হয়।

১৩ অক্টোবর ওয়ার্ল্ড থ্রোম্বসিস দিবস উদযাপন উপলক্ষে ‘আইস ওপেন টু থ্রোম্বসিস’ এই প্রতিপাদ্যে হেমাটোলজি (রক্ত ও রক্তরোগ) বিভাগ প্রথমবারের মত শোভাযাত্রা গতকাল কলেজ চত্বরে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে বের করা হয়

শোভাযাত্রা শেষে বিভাগীয় ক্লাস রুমে পালমোনারি থ্রোম্বসিসে থ্রোম্বএমবলিক ক্যাটাস্টরফ্ ইন পোস্ট কোভিড স্টেটের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধটি উপস্থাপন করেন ডা. তুলি দত্ত।

এতে উপস্থিত ছিলেন প্রসূতি বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নিউরো সার্জারি, অর্থো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী ও অধ্যাপক চন্দন কুমার দাশ।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট