চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জয় দিয়ে এনসিএল শুরু চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ

জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুম শুরু করেছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগকে হারিয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে। টায়ার-২ এর ম্যাচে রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। রাজশাহীর করা ১৬৬ রানের জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৪৯ রান, শতক হাঁকান তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ১৮৩ রানে পিছিয়ে থেকে রাজশাহী দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৫৯ রান। ৭৬ রানের মামুলী লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে ভেড়ান ইয়াসির। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ব্যাট হাতে এই ম্যাচে উজ্জ্বল ছিলেন রাজশাহীর তরুণ তৌহিদ হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী ১ম ইনিংস ১৬৬/১০ (৪১.৩ ওভার)
হৃদয় ৬৮, সানজামুল ২১, নাঈম ৪২/৪, ইরফান ২৪/২।
চট্টগ্রাম ১ম ইনিংস ৩৪৯/১০ (১০০ ওভার)
ইয়াসির ১২৯, শুক্কুর ৬৩, সানজামুল ৯৯/৫, তাইজুল ১১৯/৪।
রাজশাহী ২য় ইনিংস ২৫৯/১০ (৯৯ ওভার)
হৃদয় ৬৮, জহুরুল ৫৩, ফরহাদ রেজা ৪০, নাঈম ৬১/৪, রানা ৫৩/৩।
চট্টগ্রাম ২য় ইনিংস ৭৮/৬ (২৪.১ ওভার)
ইয়াসির ৩৮*, সাদিকুর ১৩, তাইজুল ২৯/৩, হৃদয় ৩/১।
ফল : চট্টগ্রাম বিভাগ ৪ উইকেটে জয়ী।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট