চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ২,১০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২১০০ পিস ইয়াবাসহ জাহেদ আলম (৩২) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার জাহেদ আলম উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুল্লা মিল্যার ছেলে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় উপজেলার চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার চুনতি ফরেস্ট অফিসের সামনে অভিযান চালায়। এসময় জাহেদ আলমকে আটক ও দেহ তল্লাশি করে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করে। সে ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে মামলা দায়ের করে।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট