চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রাম নগরীতে বন্ধ থাকবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২১ | ১১:০১ অপরাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ ‘প্রবারণা পূর্ণিমা’ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন সড়ক সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তাই জরুরি প্রয়োজনে সেসব সড়ক ছাড়া অন্য সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোহাম্মদ মহিউদ্দিন।

পূর্বকোণকে তিনি বলেন, বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির কেন্দ্রিক আশপাশের সড়কে সকল প্রকার যানবাহন চলাচল সম্পুর্ণভাবে বন্ধ থাকবে। সড়কগুলো হল- নূর আহমদ সড়ক হতে বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় হতে বৌদ্ধ মন্দির, এনায়েত বাজার হতে বৌদ্ধ মন্দির, পুলিশ প্লাজা (বোস ব্রাদার্স) হতে বৌদ্ধ মন্দির সড়ক।

মহিউদ্দিন আরও বলেন, ‘নগরীর নূর আহমদ সড়ক ক্রসিং, এনায়েত বাজার মোড়, চেরাগী পাহাড় মোড় ও পুলিশ প্লাজা মোড়ে রোড ব্লক স্থাপন করে সকল প্রকার যানবাহন ডাইভারশন দেয়া হবে। এ কারণে ডাইভারশন চলাকালীন সময়ে ডাইভারশন পয়েন্টের আশপাশ সড়কে যানবাহনের চাপ থাকবে। এছাড়া ফানুস উড়ানোর উৎসব চলাকালে বৌদ্ধ মন্দির কেন্দ্রিক ও ডিসি হিল এলাকায় ব্যাপক দর্শনার্থীদের ভীড় থাকবে।’

‘এ সময়ে ডাইভারশন এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকবে এবং যানবাহনসমূহ স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে চলাচল করবে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এসব এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হচ্ছে। নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে ট্রাফিক দক্ষিণ বিভাগের গৃহীত বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত সার্জেন্ট/টিএসআই, এএসআই (নি.)/এটিএসআই, কন্সটেবল নিয়োগ করা হবে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট