চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২১ | ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পুরনো রেলস্টেশন এলাকা টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকায় সুবিধাবঞ্চিত মানষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করে যাচ্ছে কলেজিয়েট স্কুলের কিছু শিক্ষার্থী। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে ‘মর্মচেতনা’ নামের একটি সংগঠনের ব্যানারে তারা এসব খাদ্য বিতরণ করছেন।

এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর মাহাতাব বলেন, মানবিক তাড়নায় ‘মর্মচেতনা’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আমরা সুবিধাবঞ্চিতদের সহায়তা করে যাচ্ছি। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে এটি করে যাচ্ছি। এই সংগঠনের সদস্যরা সবাই কলেজিয়েট স্কুলের ব্যাচ-২২ এর শিক্ষার্থী। আশা করি আমাদের সঙ্গে নানা পেশার মানুষও যুক্ত হবেন। সকলের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট