চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শপিং ব্যাগেই সাড়ে ৩ কোটি টাকার আফিম, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

বান্দরবানের পৌর এলাকা থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ য়ই চিংনু মার্মা (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত আফিমের আনুমানিক মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার য়ই চিংনু মার্মা জেলার রোয়াংছড়ি থানার কংক্ষা হেডম্যান পাড়ার মৃত মংক্রোয়াই মার্মার মেয়ে।

রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় রোয়াংছড়ি-বান্দরবানগামী পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে বোয়াংছড়ি থেকে বান্দরবান শহরের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় র‌্যাবের একটি দল বোয়াংছড়ি-বান্দরবানগামী পাকা রাস্তায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি বাস থামিয়ে তল্লাশিতেই য়ই চিংনু মার্মা নামের এক নারীকে সন্দেহ হয়। একপর্যায়ে তার সাথে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম পাওয়া যায়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা। পরে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট