চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকলেট খেয়ে দেড় বছর পর হলে উঠলেন চবি শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২১ | ১১:২০ পূর্বাহ্ণ

মহামারি করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সবকটি হলে ফুল, ও চকলেট খাইয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় হল প্রশাসন।

পরে উৎসব মুখর পরিবেশে নিজ নিজ হলে উঠতে শুরু করে আবাসিক শিক্ষার্থীরা। হলে ঢোকার সময় নিজেদের পরিচয় পত্র ও কোভিড ১৯ ভ্যাকসিনের অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলে ঢুকতে দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিভিন্ন হল পরিদর্শন করেন ।

সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাসনিমা জাহান বলেন, ‘দীর্ঘ বিরতির পরে আজ হলে উঠতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। করোনাকালে বাড়িতে থেকে আমরা হীনমন্যতায় ভুগছিলাম। পড়াশোনা থেমে ছিল। হলে থেকে আমরা আবার পড়ালেখা শুরু করতে পারব। আমাদের যে ১৯ মাসের সেশন জট হয়েছে তা কমিয়ে আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যেই টিকার ব্যবস্থা করায় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট