চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় দোকান ও বসতঘর ভেঙে দিল হাতির পাল

আনোয়ারা সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২১ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দুটি দোকান ও একটি বসতঘর ভেঙে দিয়েছে হাতির পাল।

রবিবার (১৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত লোকজন দুপুরে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে দুটি হাতি বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের দেয়াং বাজারের মুদি দোকানি শেখ আহমদের গুদাম ঘর, একই সময় সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিসের দোকানের দরজা ভেঙ্গে বিভিন্ন মালামাল তছনছ করে। ওইসময় হাতি এমদাদুল হকের ঘরের দেওয়াল ভেঙে তার ঘরের মালামালও তছনছ করে।

বৈরাগ ইউনিয়ন ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস জানান, হাতির তাণ্ডবে আবারও দুটি দোকান ও একটি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়। এলাকায় লোকজনের মধ্যে হাতির আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে।

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ আহমদ বলেন, রাত নামলেই আমরা আতংকে থাকি। খুব কঠিন সময় পার করছি।

পূর্বকোণ/সুমন/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট