চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২

চবি সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২১ | ৭:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।

তারা হলেন- ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন ও ভাষাবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাহমুদ নাঈম।

বিবাদমান ছাত্রলীগের গ্রুপ দুটি হচ্ছে- বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসি। এর মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিহাব আরমান মানিক নামে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে পরেরদিন শুক্রবার জুম্মার পর সিক্সটি নাইনের আরও দুই কর্মীকে কুপিয়ে আহত করে সিএফসি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট