চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আনোয়ারা সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২১ | ৬:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর। এসব জালের আনুমানিক মূল্য ছয় লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এসব জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় মৎস্য আইনে দণ্ডণীয় অপরাধ হলেও সাগরে মাছ ধরছে কিছু অসাধু জেলে। এ জন্য বৃহস্পতিবার অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট