চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফটিকছড়িতে ইভটিজারকে ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

১১ জুলাই, ২০১৯ | ৯:৪৪ অপরাহ্ণ

ফটিকছড়িতে ইভটিজিং এর দায়ে মুহাম্মদ জসিম উদ্দীন নামের এক বকাটে’কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সায়েদুল আরেফিন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, সুন্দরপুর ইউপির শফি সিকদার বাড়ীর মৃত শাহ আলমের ছেলে রং মিস্ত্রী মুহাম্মদ জসিম উদ্দীন (৪২) দীর্ঘ ২ মাস ধরে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পথেঘাটে উত্তক্ত করে আসছিল।
বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় সে একই অবস্থা সৃষ্টি করলে এলাকাবাসীরা তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের কাছে সোপর্দ করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ধৃত জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা ও নিজের অপরাধ স্বীকার করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সায়েদুল আরেফিন তাকে দোষী সাব্যস্থ করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট