চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মিরসরাই ট্র্যাজেডির আট বছর আজ

নিজস্ব সংবাদদাতা , মিরসরাই

১১ জুলাই, ২০১৯ | ৩:০১ পূর্বাহ্ণ

আজ মিরসরাই ট্র্যাজেডির আট বছর। এ দিনে নিহত শিশু-কিশোরদের স্মরণ করতে প্রতিবারের মত এবারও আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী কর্মসূচি রেখেছে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া, কালো ব্যাচ ধারণ, শোকযাত্রা, স্মৃতিফলক আবেগ-অন্তিম এ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা। এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন মিরসরাইয়ের সংসদ সদস্য

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মিরসরাইয়ের আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান, শোকের এ আট বছরে ঘটনার পটপরিবর্তন হয়েছে, কিন্তু হৃদয় বিদারক সে ঘটনার ক্ষত এখনো মিইয়ে যায়নি। শোকের আট বছর পার করে আজ আমরা আমাদের সন্তানদের হারিয়ে যাওয়ার মুহুর্ত উদযাপনের দিনক্ষণে দাঁড়িয়ে। তবে এ উদ্যাপন আমাদের শোক আর পরিতাপের। দিনের কর্মসূচি সম্পর্কে প্রধান শিক্ষক জানান, বুধবার সকাল ৮টা থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী কালো ব্যাচ ধারণ করবে। সাড়ে ১০টায় শুরু হবে শোকর‌্যালি। র‌্যালি শেষে প্রথমে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলক ‘অন্তিম’ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। এরপর স্কুল অভিমুখে নির্মিত স্মৃতিফলক ‘আবেগ’ এ ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে শিক্ষক-শিক্ষার্থী, স্বজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ। সবশেষে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, দিবসটি উপলক্ষে স্থানীয় আবু তোরাব উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচির আয়োজন করেছে। এবারের কর্মসূচিতে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই অংশগ্রহণ করবেন। এদিকে গতকাল বুধবার সকাল থেকে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. গিয়াস উদ্দিন মিরসরাই ট্র্যাজেডিতে নিহত শিশু-কিশোরদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বজনদের সমবেদনা জানিয়েছেন। এছাড়া সকালে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে স্মৃতিফলক আবেগ ও অন্তিম এ ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই। পঞ্জিকার এই দাগ কাটা দিনে সারাদেশকে শোকস্তব্ধ করে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক উল্টে ৪০ জন স্কুল ছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন মিরসরাই স্টেডিয়ামে ছিল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট