চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাগরে ভাসমান ভারতীয় জেলেকে উদ্ধার এমভি জাওয়াদের নাবিকদের

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান এক ভারতীয় জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশি জাহাজ এমভি জাওয়াদের নাবিকরা। উদ্ধার হওয়া ভারতীয় জেলের নাম রবীন্দ্রনাথ দাস প্রকাশ কানু দাস। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার নামখানা থানার নারায়ণপুর এলাকার মধু মঙ্গল দাসের ছেলে। উদ্ধার হওয়া জেলে রবীন্দ্রনাথ জানান, খারাপ আবহাওয়ার কারণে এক সপ্তাহ আগে ১০ জেলেসহ তাদের মাছ ধরার নৌকা ডুবে যায়। জীবন বাঁচাতে রবীন্দ্রনাথ সাঁতরাতে থাকেন। শেষ পর্যন্ত এমভি জাওয়াদ জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করেন।
রড উৎপাদনকারী ও বিপণনকারী দেশের অন্যতম প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজের ক্যাপ্টেন এস. এম. নাসির উদ্দিন গতকাল বুধবার সকাল ১১টায় ভারতীয় জেলে রবীন্দ্রনাথকে সমুদ্রে ভাসতে দেখেন। পরে উদ্ধারের জন্য তাকে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং বাংলাদেশ নেভি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোস্ট গার্ড সেখানে পৌঁছাতে সময় লাগবে জানালে জাহাজের ক্যাপ্টেন জেলেকে উদ্ধারের সিদ্ধান্ত নেন। পরে দুপুর সাড়ে ১২টায় জাহাজের নাবিকেরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট