চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নগরীর রাস্তা সংস্কারে নতুন প্রযুক্তি কোল্ড রেডিমিক্স

১১ জুলাই, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার থেকে কোল্ড রেডিমিক্স ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃষ্টির মধ্যেও ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার কাজে এ রেডিমিক্স ব্যবহার করা হয়। এর আগে কখনো নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজে এ রেডিমিক্স ব্যবহার করেনি চসিক। কোল্ড রেডিমিক্স ঠান্ডা বিটুমিন দিয়ে তৈরি বিধায় বৃষ্টির মধ্যেও ব্যবহারযোগ্য। বৃষ্টির পানি বিটুমিনের শক্র। ফলে সাধারণ বিটুমিন বৃষ্টির পানিতে কার্যক্ষমতা হারায়। এমনকি বৃষ্টির দিনে সাধারণ বিটুমিন ব্যবহার করে রাস্তা মেরামত করা অসম্ভব। এই চিন্তা থেকে বেরিয়ে উন্নত প্রযুক্তি সন্ধানের নির্দেশ দেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। তারই নিদের্শনা অনুযায়ী উন্নত প্রযুক্তির সাথে পরিচয় হচ্ছে চসিক। চীন থেকে আমদানি করা হচ্ছে কোল্ড রেডিমিক্স। এ বর্ষায় নগরীর সড়কে ছোট ছোট গর্ত সংস্কারে আমদানিকৃত এ কোল্ড রেডিমিক্স ব্যবহার করছে চসিক। ইতোমধ্যে নগরীর জাকির হোসেন রোড, দেওয়ানহাট ব্রিজ, বিমানবন্দর সড়ক ও টাইগার পাস রোড় এবং লালখান বাজার সড়কগুলোতে কোল্ড রেডিমিক্স ব্যবহার করা হয়েছে। অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজে এই কোল্ড রেডিমিক্স ব্যবহার করা হবে। ছোট ছোট গর্তগুলোতে কোল্ড রেডিমিক্স ব্যবহার করার কারণ হচ্ছে এখুনি সংস্কার না করলে ভবিষ্যতে গর্তগুলো আরো বড় হয়ে যাবে। তখন ক্ষতির পরিমাণ বাড়বে। এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, এখন বর্ষার সময়। ফলে নগরীর রাস্তায় পানি উঠলেই গর্ত সৃষ্টি হয়। এতে নগরবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাই নগরবাসীকে পরিত্রাণ দিতে এমন প্রযুক্তি ব্যবহার করছে চসিক। ফলাফল ভালো হলে রাস্তা সংস্কারের এই প্রক্রিয়া আরো ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট