চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নগরীর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বান

১১ জুলাই, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর জীবন মরণ সমস্যা জলাবদ্ধতা নিরসনের দাবিতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম নাগরিক ফোরাম সভা, সেমিনার, গোল টেবিল বৈঠকসহ প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। নাগরিক ফোরামের আহ্বানে প্রধানমন্ত্রী ২০১৭ সালে জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে ৫ হাজার ৬ শত ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। অপ্রিয় হলেও সত্য যে, অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরী পানির নিচে তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরবাসীর জনজীবন অচল এবং স্বাভাবিক জীবনযাপনে ক্ষতি হয়ে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ সহ সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে জরুরি ভিত্তিতে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের এক জরুরি সভা সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সভায় সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিন জলবদ্ধতার উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বক্তব্য রাখেন, ডা. নাহিদা খানম শিমু, আকরাম হোসেন, কাজল প্রিয় বড়–য়া, মো. আলী, শাহানা আকতার, মো. জিয়া, মো. সাইফুল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট