চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জুলাই, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ক্যাম্পাসে ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জলবায়ু ট্রাস্টের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এলাকায় অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে ক্যাম্পাস জুড়ে বিভিন্ন প্রজাতির ৩১ হাজার ৫ শ’টি চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক ড. খুরশীদ আকতার। প্রশাসনিক ভবনের পার্শ্বে একটি নিম চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএফআরআই’র মুখ্য গবেষণা কর্মকর্তা (বন ব্যবস্থাপনা উইং) ড. মো. মাসুদুর রহমান, বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণের পর পরিচালক বলেন, ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এলাকা বিভিন্ন বিলুপ্তপ্রায় বৃক্ষের সমৃদ্ধ সংরক্ষণাগার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৫ নম্বর লক্ষ্যে টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির অবক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধের বিষয়ে জোর দেওয়া হয়েছে’।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট