চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

প্রস্তুতি চলছে, বাজেট ২৫ লক্ষ টাকা

চট্টগ্রামে জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু ১৫ জুলাই

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১১ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে চলছে সংস্কার কার্যক্রম। মেয়র চট্টগ্রাম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য এই সংস্কার। আগামী ১৫ থেকে ১৯ জুলাই ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা এবং সার্ভিসেস দলের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ রেলওয়ে এবং বিশ^বিদ্যালয় দলগুলো অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম দিদার। তিনি জানান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেকের অনুরোধে চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এই প্রতিযোগিতা আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন। সেই কারণে এই দায়িত্বটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং সংস্থার ব্যাডমিন্টন কমিটির উপর বর্তেছে। দিদার বলেন, যেহেতু সিটি মেয়রের আন্তরিকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু আমরাও সকলের সহযোগিতা এবং সার্বিক সহায়তায় এ টুর্নামেন্টের সফলতার জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, এ জন্য জিমনেসিয়ামের ভেতর চুনকাম, ড্রেসিং রুম , ওয়াশ রুম, পানির লাইনের কাজ চলছে, সাজসজ্জার কাজ এখনো বাকি। এ টুর্নামেন্টের বাজেট ২৫ লক্ষ টাকা। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ ব্যয় করবেন। তিনি বলেন, বাজেটের প্রায় টাকা দলগুলোর পেছনে ব্যয় হবে। আয়োজকদের প্রত্যেকটি দলকে থাকা- খাওয়া এবং আসা যাওয়ার খরচ দেয়া হবে। এরপরও রয়েছে ৫টি ইভেন্টের জন্য ট্রফি ও প্রাইজমানি। তার উপর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানতো রয়েছেই।তবে এখানে এন্ট্র্রি ফি থেকে মোটামুটি ভাল অংকের টাকা আসতে পারে। প্রতিযোগিতায় পুরুষ এককে ৫’শ, দ্বৈতে ৭’শ, মিশ্র দ্বৈতে ৭’শ এবং মহিলা এককে ৫’শ ও দ্বৈতে ৭’শ টাকা এন্ট্রি ফি ধরা হয়েছে। সবমিলিয়ে ৭৩ দল রয়েছে। তার মধ্যে ৫০ দল সব ইভেন্টে অংশ নিলে ১ লক্ষ ৯০ হাজার এবং ৬০ টি অংশ নিলে ২ লক্ষ ২৮ হাজার টাকা পাওয়া যাবে। দিদার আরো বলেন, এবারের টুর্নামেন্টে ভাল ফলাফল করার মানসে ২ মাস ধরে চট্টগ্রাম জেলা দলের দু-বেলা অনুশীলন সকালে রাইফেল ক্লাব এবং বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে চলছে। কোচ হিসেবে রয়েছেন, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং প্রশিক্ষণ প্রাপ্ত মোরশেদ খান। তার অধীনে ৬জন পুরুষ এবং ২ জন মহিলা অনুশীলন করছেন। তিনি বলেন, সবাই একাগ্রতা নিয়ে বেশ পরিশ্রম করছে এবং আমি আসন্ন টুর্নামেন্টে ভাল করার ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য এর আগে ২০০৬ সালে এই জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিলো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট