চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মির্জাপুরে শোকসভায় এম.এ সালাম

মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন ইব্রাহিম মিয়া

১১ জুলাই, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম বলেন, গরীব-দুঃখী, নিরীহ-মেহনতি মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন ইব্রাহিম মিয়া। তিনি ছিলেন কষ্ঠিপাথরে যাচাই করা খাঁটি দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত নেতা। সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের ব্রত।
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মরহুম ইব্রাহিম মিয়ার শোকসভায় সম্প্রতি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনছুর ও সরোয়ার সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, সদস্য দিদারুল আলম বাবুল, শওকত আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সরোয়ার মোরশেদ, সুলতানুল আলম চৌধুরী, দিল মোহাম্মদ, ইকবাল বাহার, চেয়ারম্যান আলমগীর জামান, কৃষকলীগ নেতা ফয়েজুল ইসলাম, আলমগীর চৌধুরী, হাসান শহীদ মিলন, গোলাম মোস্তাফা, এস.এম রাব্বান, শফিকুল আলম হেলাল, অধ্যাপক খুরশিদ আলম, আলী আবরাহা দুলাল, মোস্তাফা আনোয়ার, যুবলীগ নেতা রাশেদ খান মেনন, অধ্যাপক নাজমুল হুদা মনি, হারুনুর রশিদ, আকতার হোসেন, শাহ আলম, শারমিন ইকবাল, নাছির হায়দার বাবুল, হাফেজ আব্দুল ওহাব, মরহুমের পুত্র নাজিম উল্লাহ শরীফ বাবু প্রমুখ। সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট