চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিল বিরল প্রজাতির ৩ চিতাবিড়াল

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির তিনটি চিতাবিড়ালের (Leopard cat) জন্ম হয়েছে।সোমবার (২০ সেপ্টেম্বর) ক্যাপটিভ অবস্থায় এ বাচ্চাগুলোর জন্ম হয়। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ও পশু চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন শুভ পূর্বকোণকে বলেন, ‘সোমবার চিতাবিড়ালের বাচ্চা তিনটির জন্ম হয়। চিতা বিড়ালের ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল একটি ঘটনা। সচরাচর তারা ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দিতে দেখা যায় না।’ 

তিনি আরো বলেন, ‘গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাঙ্গেরির ডেভরিসেন চিড়িয়াখানায় ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এছাড়াও পাটনা চিড়িয়াখানায় ক্যাপটিভ ব্রিডিংয়ের রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে আমার জানামতে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল চিটাগাং চিড়িয়াখানায় প্রথম হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে।’

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট