চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৬ অক্টোবর ভোট

২১ সেপ্টেম্বর, ২০২১ | ১১:১০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ খবর। নির্বাচনের পরদিন প্রকাশ করা হবে ফলাফল।

নির্বাচনের আগে মঙ্গলবার শেষবারের মতো বৈঠকে বসেছিলেন বিসিবির বর্তমান পরিচালকরা। বিসিবিতে বর্তমান কমিটির শেষ সভায় মূল এজেন্ডা ছিল আসন্ন নির্বাচন। এরই মধ্যে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট যুদ্ধের।

বিসিবির বর্তমান কমিটির ১২তম সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‌’এই নির্বাচনে কোনো প্যানেলই থাকছে না তার। মূলত পরিচালক পদ সবার জন্য উন্মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত।‌’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‌‌’এবারের নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন। নতুন নতুন মানুষ যদি না আসে তাহলে নতুন আইডিয়া আসে না। নির্বাচনের মাধ্যমে বোর্ডে নতুন মুখ আসা উচিত।‌’

নিজের নির্বাচন করার প্রসঙ্গে বিসিবি বস জানান, আমার কোন প্যানেল নেই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জিতে আসবে সে দায়িত্ব নিবে আগামীতে। প্রতিবারই নির্বাচনের প্যানেল থাকে। কিন্তু এবার কোন প্যানেল রাখছেন না তিনি।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট