চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেজর সিনহা হত্যা: তৃতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:৫০ অপরাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় এই মামলার ১৫ জন আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় সব আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ এই মামলায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মরিচবুনিয়া জামে মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম। তিনি এই মামলার ১০ নম্বর সাক্ষী।

এই মামলার দ্বিতীয় দফায় ৩ দিনব্যাপী সাক্ষ্যগ্রহণ গত ৮ সেপ্টেম্বর শেষ হয়। সেদিন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল মামলার মোট ১৫ জন আসামীর উপস্থিতিতে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তৃতীয় দফা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট