চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

টৈটং ইউনিয়নে জয়ের মালা নৌকা প্রার্থী জাহেদুলের গলায়

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২১ | ১:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মুহাম্মদ ইরফান উদ্দীন। পূর্বকোণকে তিনি বলেন, ওই ইউনিয়নে মোট ১৮৬১২ ভোটের মধ্যে বিজয়ী নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম পেয়েছেন ৮২৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দীন চশমা প্রতীকে পেয়েছেন ৪০৬২ ভোট। বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪২২০।

এছাড়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কফিল উদ্দীন (আনারস) ৪০, নুরুল আমিন (মোটর সাইকেল) ১৮১, মো. শহিদুল্লাহ (ঘোড়া) ১২, শামীমা নাসরিন সাইমা (টেলিফোন) ৩৫ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাহাব উদ্দীন (হাত পাখা) পেয়েছেন ২৩৪ ভোট।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিজয়ী নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম ও ৩৫ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী শামীমা নাসরিন সাইমা সম্পর্কে স্বামী-স্ত্রী। সবচেয়ে কম ১২ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ নির্বাচনের ২ দিন আগে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে প্রকাশ্যে সরে যাওয়ার ঘোষণা দেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন, দিলোয়ারা বেগম, রোজিনা আক্তার ও আয়েশা মোনাফ।

সাধারণ ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে আবদু জলিল, ২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ডে মনজুর আলম, ৪ নস্বর ওয়ার্ডে আবদুল হক, ৫ নম্বর ওয়ার্ডে আবু ওমর, ৬ নম্বর ওয়ার্ডে ফয়সাল আকবর, ৭ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে কায়ছার মুহাম্মদ রোকন ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার।

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট