চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচন : প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২১ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে আজ সোমবার ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। প্রতীক পাওয়া পর থেকেই ভোটের মাঠে নেমে পড়েছেন।
রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পেয়ে ভোটের প্রচারণায় নেমছেন প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিসা খানম (ড্রেসিং টেবিল), মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাটা চামচ), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও), মোহাম্মদ আবুল কালাম চৌধুরী (সূর্য,মুখী ফুল), মোহাম্মদ সেলিম রহমান (ঠেলা গাড়ি), মোহাম্মদ নোমান চৌধুরী (ট্রাক্টর), মো. শাহেদুল আজম (ক্যাপ), কাজী মো. ইমরান (প্রতীক লাটিম), মো. নাজিম উদ্দীন (কাচি), মো. নুরুল হুদা (ঝুড়ি), মো. সামশেদ নেওয়াজ (ঘুড়ি), মমতাজ খান (প্রতীক পানপাতা), শওকত ওসমান (এয়ার কন্ডিশনার), মো. রুবেল সিদ্দিকী (করাত), মো. আজিজুর রহমান (হেলমেট), মো. আলাউদ্দীন (টিফিন ক্যারিয়ার), মো. জাবেদ (স্ট্রবেরি), কায়াসার আহম্মদ (প্রতীক প্রদীপ), এ কে এম সালাউদ্দীন কাওসার (প্রতীক হেডফোন), মো. নূর মোস্তাফা টিনু (মিষ্টি কুমড়া) ও মো. আবদুর রউফ ( ব্যাডমিন্টন র‌্যাকেট)। 

গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। তিনি ছিলেন এ ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত কাউন্সিলর। তার মৃত্যুর পর শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষে ভোট দেবেন ভোটাররা।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট