চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২১ | ৮:৫০ অপরাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনপুলের মাথা এলাকায় জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অপরদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে মোমিন রোডে ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চসিকের কর্মকর্তা, কর্মচারীরা অভিযানে অংশ নেন।  

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট