চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাহাড়ি খরস্রোতা খালে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

১০ জুলাই, ২০১৯ | ৭:১৫ অপরাহ্ণ

বান্দরবানের রুমায় পাহাড়ি খরস্রোতা খাল পাড় হতে গিয়ে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেলে রেমাক্রি খালের দুলা চরন পাড়ার কাছ থেকে লাল সম দির বম (৩০) এর লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে নিখোঁজ লাল হুন সাং বম (১৩) এর এখনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার সকালে থানছি উপজেলা হয়ে রুমা মায়ানমার সীমান্তের চাইক্ষাং পাড়া যাওয়ার পথে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের খরস্রোতা সুনসং খাল পার হওয়ার সময় লাল সম দির বম ও তার বড় ভাইয়ের ছেলে লাল হুন সাং স্রোতে ভেসে যায়।



স্থানীয় ইউপি সদস্য ভম নুন বম জানান, চিকিৎসাধীন অবস্থায় বান্দরবানের একটি বেসরকারি হাসপাতালে লাল সম দির বম এর বড় ভাই মারা যায়। বুধবার সকালে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা থানচি হয়ে রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম চাইক্ষাং পাড়া যাওয়ার পথে সুংসং খাল পার হওয়ার সময় লাল সম দির ও লাল হুন সাং পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায়। বিকেলে রেমাক্রি খালের দুলা চরণ পাড়ার কাছ থেকে লাল সমদিরের লাশ উদ্ধার করা হয়।

 

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট