চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মহেশখালীতে নির্বাচন : গুলিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মহেশখালী সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৩২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।

আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই।

জানা যায়, বেলা ১১টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়াতি নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হন। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের কারণে তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট