চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকরিয়া পৌরসভায় প্রথম ইভিএমে নির্বাচন সোমবার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বহুল প্রতিক্ষীত নির্বাচন আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর)। হামলা, মামলা, হুমকি, উদ্বেগ-উৎকন্ঠা সত্ত্বেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন পদে ৭২ জন প্রার্থী তাদের প্রচারণা শেষ করেছে শনিবার মধ্যরাতে। পৌরসভা প্রতিষ্ঠার পর ৫ম নির্বাচনে কে হচ্ছেন পৌরপিতা তা নিয়ে আলোচনার কমতি নেই অলিতে-গলিতে। থেমে নেই প্রশাসনও, শান্তিপূর্ণ ভোট আদায় করতে নিচ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করেছে স্ট্রাইকিং ফোর্সসহ ১৮টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনচার সদস্য নিয়ে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পৌর নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

অনুষ্ঠিতব্য নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী হলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী (নৌকা) ও নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান কাউন্সিলর জিয়াবুল হকের (নারিকেল গাছ) মধ্যে। অপর দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মনোয়ার আলম কোন ধরনের প্রচারণা চালাননি। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফয়সাল সিদ্দিকী টেলিভিশন প্রতীক নিয়ে কয়েকদিন প্রচারণা চালালেও ১৭ সেপ্টেম্বর পথসভায় নিজেই প্রকাশ্যে নৌকার প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন।

১৯৯৪ সালে চকরিয়া পৌরসভা প্রতিষ্ঠার পর ৪ জন ইউএনও ও একজন রাজনৈতিক নেতা (প্রয়াত এডভোকেট আমজাদ হোসেন) প্রশাসকের দায়িত্ব পালন করেন। পৌরসভার প্রথম নির্বাচনে আলহাজ আনোয়ারুল হাকিম দুলাল চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উত্তীর্ণ করেন পৌরসভাকে। দ্বিতীয় নির্বাচনে আলহাজ জাফর আলম (বর্তমান সাংসদ) মেয়র নির্বাচিত হয়ে পৌরসভাকে ২য় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করেন। ৩ নির্বাচনে বিএনপির নুরুল ইসলাম হায়দার ও ৪র্থ নির্বাচনে আওয়ামী লীগের আলমগীর চৌধুরী মেয়র নির্বাচিত হন। ৫ম নির্বাচনে কে হচ্ছেন পৌরপিতা তা জানতে অপেক্ষা করতে হচ্ছে কাল ২০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুই দফা স্থগিত হয় চকরিয়া পৌরসভা নির্বাচন। চলতি বছরের ১১ এপ্রিল ও ২১ জুন দু’দফা পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেও করোনা মহামারির কারণে নির্বচন স্থগিত করে তৃতীয় দফায় ২০ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। চকরিয়া পৌরসভা নির্বাচনে ৭২ প্রার্থীর মধ্যে চার মেয়র এবং সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। এই নির্বাচনে ৪৮ হাজার ৭’শ ২৪জন ভোটার রয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৮’শ ৯৯ জন পুরুষ এবং ২২ হাজার ৮’শ ২৫ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮টি কেন্দ্রে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট