চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ব্যবসায়ী জয়নাল হত্যা: পেকুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২১ | ৪:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত জয়নাল হত্যা মামলার আসামি মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মগনামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৩টার দিকে ইউনুছ চৌধুরীকে পেকুয়া থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ।

পরে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ‘ইউনুছ চৌধুরী জয়নাল আবেদীন হত্যা মামলার ২ নম্বর আসামি। তিনি এতোদিন পলাতক ছিলেন। গতকাল রাতে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ইউনুছ চৌধুরীর বিরুদ্ধে জয়নাল হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের আরও ছয়টি মামলা আছে।

উল্লেখ্য, ইউনুছ চৌধুরী মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন হত্যা মামলার ২ নম্বর আসামি। গত ২ মে রাতে ফুলতলা স্টেশনে সন্ত্রাসীরা জয়নালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় জয়নালের ভাই আমিরুজ্জামান বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট