চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫০, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২১ | ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এর আগে শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৩ জন। তবে ওই দিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩০ জন এবং উপজেলার ২০ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৮৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৩৮৭ জন। বাকি ২৭ হাজার ৮৯৮ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। দুইজনই চট্টগ্রাম নগরীর। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।
উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট