চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মীরসরাইয়ে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর বাকলিয়া থানার চাকতাইয়ের মো. জসিম উদ্দীনের ছেলে মো. মহিউদ্দীন জনি (৩৩) ও পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার শেখ মোহাম্মদ ইউসুফের ছেলে শেখ মোহাম্মদ শাকিল (৩২)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় মীরসরাইয়ে অভিযানে যায় র‌্যাব।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালোনোর সময় শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন জনিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৭ জুন নগরীর রাজাখালীতে মহিউদ্দিন জনির অবৈধ অস্ত্র উচিয়ে শোডাউনের ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যা পরবর্তীতে ওই এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট