চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নজর কেড়েছে ‘মোভ এন্ড আইভরি- দ্য লেভেল’

নিজস্ব প্রতিবেদক 

১৮ সেপ্টেম্বর, ২০২১ | ১:০৬ অপরাহ্ণ

সৃজনশীল আইডিয়াকে কাজে লাগিয়ে নিজেদের করা ডিজাইনেই তৈরি করছেন নজরকাড়া পোশাক। দেশি-বিদেশি কাপড় ও ডিজাইনের সংমিশ্রণে পোশাকে যোগ করছেন ভিন্ন মাত্রা। সেই পোশাকের সৌন্দর্য নজর কাড়ছে সবার। নতুন ডিজাইনের এই পোশাক নিয়ে ‘ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সপো’তে উপস্থিত হয়েছেন ছয় তরুণ নারী উদ্যোক্তা ফাইজা ইবনাত, ফাবিহা ইবনাত, মালিহা কিশওয়ার, লামিসা সামরিন, কারিমা সামরিন ও তানিশা চৌধুরী।  নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত মেলায় উপস্থিত হন ‘মোভ এন্ড আইভরি- দ্য লেভেল’ নামের ফ্যাশন হাউজের এ ছয় উদ্যোক্তা। হাতে তৈরি কারচুপি, জারদৌসি, ভেলভেট, কটনসহ নানা ডিজাইনের সুতার কাপড়ের সমাহার রয়েছে এ স্টলে। যা নজর কাড়ছে ক্রেতাদের। শুধু তাই নয় তিন দিনের এ মেলা পোশাক, জুতা, কসমেটিক, বিউটি পার্লারসহ প্রায় সবরকম ঘর সাজানোর আইটেম নিয়ে সেজেছে।

গতকাল শুক্রবার মেলা পরিদর্শন করেন দি পূর্বকোণ লিমিটেড’র পরিচালক জাসির চৌধুরী। গত বৃহস্পতিবার হোটেল রেডিসনের মেজবান হলে শুরু হয়েছে এমএন্ডএম বিজনেস কমিউনিকেশন এর ‘ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সপো’ নামের তিন দিনের মেলার। মেলায় ৬০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। মেলায় সর্বনিম্ন ৫শ’ টাকা থেকে এক লাখ টাকা দামের পোশাক উঠেছে।

নারী উদ্যোক্তা ফাইজা ইবনাত ও মালিহা কিশওয়ার বলেন, অনেক আগে থেকেই বাঙ্গালি নারীদের পোশাকে লেগেছে আধুনিকতার ছোঁয়া। রূপের পাশাপাশি বাঙ্গালি নারী অনেক বেশি পোশাক সচেতন। সেই ইচ্ছে থেকেই আমরা ছয়জন পরিকল্পনা করে নারীদের পোশাক নিয়ে কাজ শুরু করি। আমাদের স্টলে এ মূহুর্তে তিন হাজার টাকা থেকে ৩৪ হাজার টাকা দামের শাড়ি রয়েছে। এটি নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও ভাবছি আমরা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট