চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উচ্চ শব্দে গান বাজিয়ে জরিমানা গুনলো পর্যটকবাহী বোট

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ

রাঙামাটিতে উচ্চ শব্দে গান বাজিয়ে ২ হাজার টাকা জরিমানা গুনেছে পর্যটকরা। শুধু পর্যটকই নয়, ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বোট চালককেও।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহীদ মিনার সংলগ্ন হ্রদ এলাকায় এ জরিমানা করেছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা।

বিষয়টি নিশ্চিত করে তিনি পূর্বকোণকে বলেন, কাপ্তাই লেকে উচ্চ শব্দে গান বাজানো এবং নৌকার ছাদে উঠায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বোট চালক রাসেল চাকমাকে ৩ হাজার টাকা ও গান বাজানোয় ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয়েছে একটি সাউন্ড সিস্টেমও।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট