চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবিতে চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক জাতীয় কনফারেন্স শুরু আজ

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২১ | ১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী ‘দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনঃ রিশেইপিং বিজনেস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে আয়োজনটির সম্পর্কে জানান কনফারেন্স কমিটির আহ্‌বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

ব্যবসায় প্রশাসন অনুষদের আওতাধীন ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. সালামতউল্লাহ ভূঁইয়া এবং অনুষদের শিক্ষক প্রফেসর ড. সুলতান আহমেদ।

উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রবি অ্যাক্সিয়াটা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

 কনফারেন্সের দ্বিতীয় দিন মোট ১০টি সমান্তরাল সেশনে প্রায় অর্ধশতাদিক প্রবন্ধ উপস্থাপিত হবে।

কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নির্বাহী এবং শিক্ষর্থী সংযুক্ত থাকবেন। আয়োজিত কনফারেন্সটির সার্বিক সহযোগিতায় রয়েছেন চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এবং হেইডালবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

 উল্লেখ্য, কনফারেন্সটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজের লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রচার করা হবে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট