চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২১ | ১২:২৬ অপরাহ্ণ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃতদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। বিষয়ীট নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল।
তিনি জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। তিনি বলেন, আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট