চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লাইসেন্স ছাড়াই চলছিল চট্টগ্রামের দুই ডায়াগনস্টিক সেন্টার!

লোহাগাড়া সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২১ | ৯:৪৩ অপরাহ্ণ

বৈধ কাগজপত্র ছাড়াই দেদারছে চলছিল চট্টগ্রামের লোহাগাড়ার দুই ডায়াগনস্টিক সেন্টার। তবে শেষ পর্যন্ত রেশ টানলো উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা করা এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় ওই দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

তিনি বলেন, দরবেশহাট রোডস্থ শাহ মজিদিয়া প্যাথলজি সেন্টারকে ৪ হাজার টাকা এবং মেইন রোডস্থ নিরূপন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি পরিচালনা আইনের ১৯৮২-এর ১০ নম্বর ধারা মতে প্রতিষ্ঠানকে দুটিকে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্যপরিদর্শক মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও সহকারী নয়ন দাশ প্রমুখ।

পূর্বকোণ/মনির/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট