চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঝুঁকিপূর্ণ বসতি থেকে ৮০ পরিবার উচ্ছেদ

টাংকির পাহাড়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

পাহাড় ব্যবস্থাপনা কমিটির অধীনে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের অভিযানে আমিন জুট মিল টাংকির পাহাড়ে অবৈধভাবে নির্মিত ১৬ ব্যক্তির কলোনি থেকে ৮০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ৫ জন ম্যাজিস্ট্রেট অর্ধ শতাধিক শ্রমিক নিয়ে এই অভিযান পরিচালনা করেন। সাথে ছিলেন ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ওয়াসা ও গ্যাস কোম্পানির কর্মচারীগণ। চান্দগাঁও সার্কেলের এসিস্টেন্ট কমিশনার ভুমি ফোরকান ইলাহী অনুপম এই তথ্য জানিয়েছেন। সকাল সাড়ে ১০ টায় অভিযান শুরু হয়ে বেলা ২ টা

পর্যন্ত চলে। জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসাবরিনা আফরিন মুস্তাফা, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট