চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২১ | ১১:৩৭ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় ভেজাল খাবার বিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিক্রি করায় জব্বার সুইটস এবং মক্কা সুইটসের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে পৃথক অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। তিনি লালখান বাজার এলাকায় ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা প্রদান করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট