চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে ১০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা হ হাটহাজারী

১০ জুলাই, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিক্রয় নিষিদ্ধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে ফেলা হয়েছে। বেআইনি মজুদকৃত এ জালের বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম হাটহাজারী মডেল থানার সম্মুখস্থ দারুস সালাম মার্কেটের দুটি জালের দোকানে অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। অভিযানে বেআইনি জাল বিক্রির অভিযোগে দারুসসালাম ক্লথ স্টোরকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে সদরের দারুস সালাম মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুনীল নাথের রকমারি জালের দোকান থেকে ৩০ হাজার মিটার এবং দারুস ছালাম ক্লথ স্টোর থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সুনীল নাথকে ১০ হাজার টাকা অর্থদ- ও দারুস সালাম ক্লথ স্টোরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জব্দকৃত জাল পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট